
এক মুঠো রোদ

পূর্ণেন্দু পত্রী
| পূর্ণেন্দু পত্রী | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনকমলা কান্ত১৭ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
কী করে ভালোবাসবো বল কী করে ভালোবাসবো বল সখী,
মরুভূমির মতন যদি প্রাণের দাহে অহরহই জ্বলি,
হৃদয়ে যদি গভীর ক্ষত বালুচরের মতন গ্রাস করে,
কী করে ভালোবাসবো বল কী করে ভালোবাসবো বল সখী।
দগ্ধ যদি বুকের টানে আমার সব হাসিরা ঝরে যায়,
আমার সব সকাল আর রাত্রি যদি কাঁদনে ছলোছলো,
আমার সব সূর্যমুখী পাপড়ি ছিড়ে ধুলোয় যদি মেশে,
কী করে ভালোবাসবো বল কী করে ...