এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়

এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়

রবীন্দ্রনাথ ঠাকুর

এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়,

দূর করে দাও তুমি সর্ব তুচ্ছ ভয়–

লোকভয়, রাজভয়, মৃত্যুভয় আর।

দীনপ্রাণ দুর্বলের এ পাষাণভার,

এই চিরপেষণযন্ত্রণা, ধূলিতলে

এই নিত্য অবনতি, দণ্ডে পলে পলে

এই আত্ম-অবমান,অন্তরে বাহিরে

এই দাসত্বের রজ্জু, ত্রস্ত নতশিরে

সহস্রের পদপ্রান্ততলে বারম্বার

মনুষ্যমর্যাদাগর্ব চিরপরিহার–

এ বৃহৎ লজ্জারাশি চরণ-আঘা...

Loading...