হে দূর হইতে দূর, হে নিকটতম

হে দূর হইতে দূর, হে নিকটতম

রবীন্দ্রনাথ ঠাকুর

হে দূর হইতে দূর, হে নিকটতম

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


হে দূর হইতে দূর, হে নিকটতম,

যেথায় নিকটে তুমি সেথা তুমি মম,

যেথায় সুদূরে তুমি সেথা আমি তব।

কাছে তুমি নানা ভাবে নিত্য নব নব

সুখে দুঃখে জনমে মরণে। তব গান

জল স্থল শূন্য হতে করিছে আহ্বান

মোরে সর্ব কর্ম-মাঝে– বাজে গূঢ়স্বরে

প্রহরে প্রহরে চিত্তকুহরে কুহরে

তোমার মঙ্গলমন্ত্র।

যেথা দূর তুমি

সেথা আত্মা হারাইয়া সর্ব তটভূমি

...

Loading...