তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার

তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার

রবীন্দ্রনাথ ঠাকুর

তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


তাঁরি হস্ত হতে নিয়ো তব দুঃখভার,

হে দুঃখী, হে দীনহীন। দীনতা তোমার

ধরিবে ঐশ্বর্যদীপ্তি, যদি নত রহে

তাঁরি দ্বারে। আর কেহ নহে নহে নহে,

তিনি ছাড়া আর কেহ নাই ত্রিসংসারে

যার কাছে তব শির লুটাইতে পারে।

পিতৃরূপে রয়েছেন তিনি, পিতৃ-মাঝে

নমি তাঁরে। তাঁহারি দক্ষিণ হস্ত রাজে

ন্যায়দন্ড-‘পরে, নতশিরে লই তুলি

তাহার শাসন। তাঁরি চরণ-অঙ্গুলি

আ...

Loading...