আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে

আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে

রবীন্দ্রনাথ ঠাকুর

আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আমি যারে ভালোবাসি সে ছিল এই গাঁয়ে,

বাঁকা পথের ডাহিন পাশে, ভাঙা ঘাটের বাঁয়ে।

কে জানে এই গ্রাম,

কে জানে এর নাম,

খেতের ধারে মাঠের পারে বনের ঘন ছায়ে–

শুধু আমার হৃদয় জানে সে ছিল এই গাঁয়ে।


বেণুশাখারা আড়াল দিয়ে চেয়ে আকাশ-পানে

কত সাঁঝের চাঁদ-ওঠা সে দেখেছে এইখানে।

কত আষাঢ় মাসে

ভিজে মাটির বাসে

বাদলা হাওয়া বয়ে গেছে তাদের ...

Loading...