
আমি ছিঁড়ে ফেলি ছন্দ, তন্তুজাল

শক্তি চট্টোপাধ্যায়
| শক্তি চট্টোপাধ্যায় | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনদিয়া মল্লিক২৩ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
ভালো, এই ভালো, এই সম্পর্কে জটিল
হাওয়া লাগা।
কতদিনে হবে? মুক্তি, ওই তার ছিঁড়ে
দেয়াল ডিঙিয়ে
ভেঙে নয় কোনকিছু, শক্তি ভেঙে নয়
সম্মুখে সর্বস্ব বাধা–তাও ভেঙে নয়
শুধু ডানা পেলে উড়ে অথবা ডিঙিয়ে
ছিঁচকে কাজ, যা করে নির্বোধ চোর
তাই করে, শুধু তাই করে
আর কিছু নয়
আর কিছু করতেও পারে না।।