
আমি চঞ্চল হে

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| কাব্য ও কবিতা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
আমি চঞ্চল হে,
আমি সুদূরের পিয়াসি।
দিন চলে যায়, আমি আনমনে
তারি আশা চেয়ে থাকি বাতায়নে,
ওগো প্রাণে মনে আমি যে তাহার
পরশ পাবার প্রয়াসী।
আমি সুদূরের পিয়াসি।
ওগো সুদূর,বিপুল সুদূর, তুমি যে
বাজাও ব্যাকুল বাঁশরি।
মোর ডানা নাই, আছি এক ঠাঁই,
সে কথা যে যাই পাসরি।
আমি উৎসুক হে,
হে সুদূর, আমি প্রবাসী।
তুমি...