আমার শহর নয়

আমার শহর নয়

তসলিমা নাসরিন

আমার শহর নয়

Books Pointer Iconতসলিমা নাসরিন
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা০৫ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

আমার শহর যাকে বলেছিলাম, সেশহর আমার নয়

সেশহর ধুরন্ধর রাজনীতিক, অসৎ ব্যবসায়ী, আর নারী-পাচারকারীর শহর।

বেশ্যার দালালের শহর, লুম্পেনের শহর। ধর্ষকের শহর এ শহর।

আমার শহর নয়, সে শহর কেউ খুন বা ধর্ষিতা হলে, অত্যাচারিত হলে কিছু–

যায়-আসে-না-দের শহর।


আমার শহর নয়, সেশহর মুখে-এক-মনে-আরেকদের শহর।

বস্তির না-খাওয়াদের পাশদিয়ে নির্বিকার হেঁটে যাওয়াদের শহর...

Loading...