ঘুমন্ত দৈত্য

ঘুমন্ত দৈত্য

নবারুণ ভট্টাচার্য

ঘুমন্ত দৈত্য

Books Pointer Iconনবারুণ ভট্টাচার্য
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৯ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


শহরের খাওয়া হয়ে গেছে

শহরের এখন খিদে নেই

তাই উচ্ছিষ্ট মানুষ, মা, বাচ্চা

আজ রাতটা বেঁচে আছে ফুটপাথে।


শহরের কামনাও এখন নেই

অতএব ঘুমোতে গেছে বেশ্যারা।

শহর এখন সরগরম নয়

বরং কিছুটা ঠাণ্ডাই।

শহর এখন ঘুমোচ্ছে

শহর এখন ঘুমোচ্ছে

তার টাকা আর লোভ আগলে

শহর এখন ঘুমোচ্ছে।

মিথ্যে খবর কাগজে ছাপার শব্দ

বাদে আ...

Loading...