আকাশ সিন্ধু মাঝে এক ঠাঁই

আকাশ সিন্ধু মাঝে এক ঠাঁই

রবীন্দ্রনাথ ঠাকুর

আকাশ সিন্ধু মাঝে এক ঠাঁই

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস২১ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


আকাশ-সিন্ধু-মাঝে এক ঠাঁই

কিসের বাতাস লেগেছে–

জগৎ-ঘূর্ণি জেগেছে।

ঝলকি উঠেছে রবি-শশাঙ্ক,

ঝলকি ছুটেছে তারা,

অযুত চক্র ঘুরিয়া উঠেছে

অবিরাম মাতোয়ারা।

স্থির আছে শুধু একটি বিন্দু

ঘূর্ণির মাঝখানে–

সেইখান হতে স্বর্ণকমল

উঠেছে শূন্যপানে।

সুন্দরী, ওগো সুন্দরী,

শতদলদলে ভুবনলক্ষ্ণী

দাঁড়ায়ে রয়েছ মরি মরি।

জগতের পা...

Loading...