
অলকা

জীবনানন্দ দাশ
(মেঘদূত)
ওগো জলধর, তোমারই মতো সে কাম্য অলকাপুরী,
বিদ্যুৎসম ললিত ললনা শোভে তার বুক জুড়ি!
ইন্দ্রচাপের মতো বিরাজিছে চিত্ৰসৌধরাশি,
মেঘবারিসীম স্বচ্ছ মানিক ওঠে। সেথা পরকাশি!
প্রাসাদকক্ষে সংগীতধ্বনি মেঘমৃদঙ্গসম,
আকাশচুম্বী অভ্রেরই মতো সে পুরী তুঙ্গতম!
সেথা, নারীর হন্তে লীলাউৎপল, চিকুরে কুন্দকুল,
কৰ্ণে তাদের শোভে নিরুপম শিরীষ-কুস...