অনন্ত মরণ

অনন্ত মরণ

রবীন্দ্রনাথ ঠাকুর

অনন্ত মরণ

Books Pointer Iconরবীন্দ্রনাথ ঠাকুর
Books Pointer Iconকাব্য ও কবিতা

পোষ্ট করেছেনবেলা ২৪ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


কোটি কোট ছোটো ছোটো মরণেরে লয়ে

বসুন্ধরা ছুটিছে আকাশে,

হাসে খেলে মৃত্যু চারিপাশে।

এ ধরণী মরণের পথ,

এ জগৎ মৃত্যুর জগৎ।

যতটুকু বর্তমান, তারেই কি বল’ প্রাণ?

সে তো শুধু পলক, নিমেষ।

অতীতের মৃত ভার পৃষ্ঠেতে রয়েছে তার,

না জানি কোথায় তার শেষ।

যত বর্ষ বেঁচে আছি তত বর্ষ মরে গেছি,

...
Loading...