
ছেলেবেলাকার শরৎকাল

রবীন্দ্রনাথ ঠাকুর
| রবীন্দ্রনাথ ঠাকুর | |
| প্রবন্ধ রচনা |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১০ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এই শরতের প্রভাতের রৌদ্রে জানলার বাহির দিয়া গাছপালার দিকে চাহিয়া দেখিলেই আমার মনে পড়ে ছেলেবেলায় চারি দিকের প্রকৃতির শোভা কী একান্ত ভালো লাগিত! ভোরের বেলায় বাড়িভিতরের বাগানে গিয়া পথের দুইধারি ফুটন্ত জুঁই ফুলের গন্ধে কী আশ্চর্য আনন্দ লাভ করিতাম! গাছের গোপন সবুজের মধ্য হইতে একটি আধফুটো জহরী-চাঁপা পাইলে কী যেন একটা সম্পদ লাভ করিতাম মনে হইত। বাহিরের তেতালার টবে অনাহূত অতিথির মতো একটু বু...