
হারবার্ট

নবারুণ ভট্টাচার্য
এক
“চরণে বন্ধন নাই, পরাণে স্পন্দন নাই,
নির্বাণে জাগিয়া থাকি স্থির চেতনায়।”
-বিজয়চন্দ্র মজুমদার
-ভালো করে ঘুমোক। ঘুমোলেই ঠিক হয়ে যাবে।
২৫মে। ১৯৯২। ‘মৃতের সহিত কথোপকথন’-এর অফিস বা হারবার্টের ঘর থেকে অনেক রাত্তিরে বমি বমি ধুনকিতে গলির বাড়ি, রাস্তার বাড়ি, কোথায় বাড়িতে ফেরার সময় কথাটা বলেছিল বড়কা। সেই রাত্তিরের মা...