
হলুদ বসন্ত

বুদ্ধদেব গুহ
“সুখ নেইকো মনে
নাকছাবিটি হারিয়ে গেছে
হলুদ বনে বনে।”
.
যদিও তুমি আমাকে অনুক্ষণ মৃত্যুর দিকে ঠেলে দিয়েছ, আমি তোমাকে অমৃত করে দিলাম। আমার মনের হিজলের শাখা থেকে মুক্ত করে আমার একান্ত পাখিকে আমি চিরকালের, আকাশের করে দিলাম।
.০১.
ফোনটা বাজছিল।
অন্য প্রান্তে ফোনটা কুরর্–কুর্ কুরর্—ক...