
হত্যাকাণ্ডের আগে ও পরে

প্রচেত গুপ্ত
পর্ব ১
অনন্যা আজ অফিস থেকে বিকেলেই বেরিয়ে পড়েছে। বেরিয়ে আসাটা সহজ হয়নি। একেই তো বসের সঙ্গে হালকা ঠোকাঠুকি হয়েছে, তারপর একটা মারাত্মক ভুল করে এসেছে। ভুল না বোকামি? বোকামির কারণে ভুল বলাটাই ঠিক হবে। মানুষ যখন অতিরিক্ত ইমোশনাল হয়ে যায় তখন সে যুক্তি বুদ্ধি হারাতে শুরু করে। সে বোকা হয়ে যায়। অনন্যা বুঝতে পারছে, সে বোকা হয়ে যাচ্ছে।
ভুলের কথা মনে পড়েছে খানিক আগে। তখ...