
সংসার

কাসেম বিন আবুবাকার
নাদিমের বিয়েটা অ্যাকসিডেন্টের মতো হঠাৎ করে হয়ে গেল। এখন তার বিয়ে করার মোটেই ইচ্ছা ছিল না। দাদির কথা রাখতে গিয়ে একরকম বাধ্য হয়ে রাজী হয়েছে। তাই বিয়ে পড়ানোর সময় অসন্তুষ্ট মনে তিনবার কবুল উচ্চারণ করেছে। সেই সময় তার মনে হয়েছে, যে কাজ অনিচ্ছায় ও অসন্তুষ্টির সঙ্গে করা হয়, তার পরিণতি কি ভালো হয়? না সেই কাজ ভালভাবে সমাধা হয়? কথাটা মনে হতে শিহরিত হয়ে সঙ্গে সঙ্গে আল্লাহপাকের...