
জীবন বড় সুন্দর

কাসেম বিন আবুবাকার
| কাসেম বিন আবুবাকার | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস১৫ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
এক
ফরিদপুর টাউনের দক্ষিণ পাশে কইজুরী গ্রাম। এই গ্রামের খায়েরা সম্ভ্রান্ত বংশ। জাহেদুল ইসলাম এই বংশের অবস্থাপন্ন গৃহস্থ। ওনার দুই ছেলে। বড় আমিরুল ইসলাম আর ছোট আনোয়ারুল হক।
আমিরুল স্কুল কলেজে পড়লেও নিজের চেষ্টায় অনেক ধর্মীয় বইপত্র পড়ে সেইমতো মেনে চলে। কিন্তু আনোয়ারুল বেশি লেখাপড়া যেমন করেনি তেমনি ধর্মীয় জ্ঞান না থাকায় ধর্মের বিধি-বিধান তেমন একটা মেনে চলে না। তা ছাড়া ছোট...