
কামিনী কাঞ্চন

কাসেম বিন আবুবাকার
১ম পর্ব
নাহিদ ফরেন থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে ফেরার পর সিলেটে একটা ইন্ডাস্ট্রিতে দু’বছর হলো চাকরি করছে। এখানে একটা বাংলো টাইপের বাড়ি ভাড়া নিয়ে আছে। দুই বেড, একটা বাথ ও কিচেন রুম এবং বেশ খানিকটা উঠোনসহ পাঁচিলঘেরা ছিমছাম বাড়ি। কাদুর বাপ নামে একজন আধা বয়সী লোককে রান্নাবান্না, বাজার-হাট ও ঘর-দোর পরিষ্কার করার জন্য রেখেছে। কাদুর বাপ সিলেটেরই লোক। ইন্ডাস্ট্রিতে বদলিতে কুলির কাজ কর...