
শাহজাদা দারাশুকো

শ্যামল গঙ্গোপাধ্যায়
১. আস্সালাতো খয়রুম মিনন্ নওম্
আস্সালাতো খয়রুম মিনন্ নওম্–
শব্দ, সুর একই সঙ্গে ভোর রাতের বাতাস কেটে কেটে চারদিকে ছড়িয়ে পড়ছিল। এখন রাতের শেষ দিকে আর সেই শীত নেই। ফাগুন মাস শুরু হয় হয়। আজানের সুরের ভেতর শেরগির হাতিদের কেউ কেউ দিন শুরুর আগেই প্রথম গরম নাদ ফেলতে শুরু করেছে। তারই মৃদু চেনা শব্দ কানে আসছিল কাছেরই পিলখানা থেকে।
আবার—
আস্সাল...