
রম্ভা

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
শ্রীনগররাজ চক্রবর্মণ তাঁর প্রাসাদের ছাদ থেকে তাকিয়ে ছিলেন দূরের গিরিবর্ত্মের দিকে। পাহাড়ের মাথায় অবস্থিত এই প্রাসাদ থেকে নীচ থেকে ওপরে উঠে আসা গিরিপথটা স্পষ্ট দেখা যায় মেঘ আর কুয়াশামুক্ত গ্রীষ্মের সকালে। এই শীতপ্রধান দেশে গ্রীষ্ম অতি মনোরম। প্রাসাদসংলগ্ন বাগিচায় থরে থরে গোলাপ ফুটে আছে, আর তার সুবাস এসে পৌঁছচ্ছে এই সুউচ্চ প্রাসাদের ছাদ পর্যন্ত। মধ্যবয়সি চক্রবর্মণের ঠিক পশ্চা...