
যারা ভেবেছিল ওরা ফ্লাইওভারে ছিল
অভীক দত্ত
| অভীক দত্ত | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনতন্নি সরকার০৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
খেলা ভাঙার খেলা
১।
ঘুমের ওষুধ আছে।
আহ!
প্রিয়ম স্বস্তির শ্বাস ফেলল।
সব দোকান তো দেয় না। কেউ কেউ এমন ভাবে তাকায় যেন সে ওষুধের পাতাটা কিনেই সব ওষুধ পেটের ভিতর নিয়ে নেবে। উল্টে পড়ে থাকবে। গ্যাঁজলা বেরোবে।
ওষুধ ছাড়া কী করে ঘুমোবে সে?
ঘুম বস্তুটাই তো একমাত্র সব কিছু ভুলিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। তাও যেমন তেমন ঘুম...