
বিজন বিভুঁই

সমরেশ বসু
১ম পর্ব
আইভি ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে, বাসি খোলা চুলে বিলি কাটছে। ও এখন চান করতে যাবে। অনেক কালের পুরনো ড্রেসিং টেবিল। ডিমের বা ডিম্বাকৃতি আয়না কেন বলা হয় কে জানে। ডিমের আকৃতি আলাদা। তবে অনেকটাই ডিমের মতো আকার, সেই জন্যেই ওভূল শব্দটা এসেছে। কি না, ভাষাবিদরাই বলতে পারে। ওভারি ডিম্বকোষ আর ওভল ডিম্বাকৃতি। বুক-সমান টেবিল আর দেরাজ, তার ওপরে কাঠের ফ্রেমের গায়ে, পুরনো আমলের দামি আয...