
পটমঞ্জরী

অভীক সরকার
‘বঙ্গ আমার জননী আমার
ধাত্রী আমার আমার দেশ’
.ভূমিকা
লেখকের কৈফিয়তের প্রাথমিক শর্ত হচ্ছে সত্যকথন। আমি আদ্যন্ত অলস মানুষ, মহান কাজকর্মের নাম শুনলেই আমার গায়ে কম্প দিয়ে জ্বর আসে। তাই বলে রাখি যে এটি বস্তুতপক্ষে একটি ফরমায়েশি উপন্যাস।
বক্তব্যটা খুলে বলা দরকার।
সালটা ছিল ২০১৮, মাস এপ্রিল৷ বাংলা নববর্ষ সমাগত। কলেজ স্কোয়্যারে তখন সেই উপলক্ষ্যে একটি...