
নিলীমা

কাসেম বিন আবুবাকার
পর্ব ১
আজ মাঘের শেষ। দুপুরের পর হঠাৎ ভীষণ মেঘ করে অনেক্ষণ ধরে শীলাবৃষ্টি হয়েছে। তার পর থেকে হিমেল বাতাস বইছে। তাই সামিনা বেগম ছেলেমেয়েদের নিয়ে সোনার গাঁও রাজবাড়ি বেড়াতে যাওয়ার কথা থাকলেও গেলেন না। তাদের নিয়ে ড্রইংরুমে বসে টিভিতে একটা ভারতীয় হিন্দি ছবি দেখছেন।
নিলীমার বেড়াতে যাওয়ার খুব ইচ্ছে থাকলেও টিভি দেখতে মোটেই ভাল লাগে না। অবশ্য বেড়ানো বা টিভি দেখার ই...