
নতুন প্রহসন

আশাপূর্ণা দেবী
১ম পর্ব
সময়ের সুতোর গুলিটা যেন গড়িয়ে পড়ে গেছে কার কোল থেকে, সুতো খুলতে খুলতে এগিয়ে যাচ্ছে লাফ খেতে খেতে, ঘণ্টা-মিনিটগুলোর উপর দিয়ে। বড়ো যেন তাড়াতাড়ি লাফাচ্ছে।
সকাল থেকে দুপুরে পৌঁছে গেল দিনটা এর মধ্যেই।
আর একটু পরেই চারটে বাজবে।
বিকেল চারটে।
ইলাকে পৌঁছতে হবে সেইখানে সম্বুদ্ধ এসে অপেক্ষা করবে। অথচ ভয়ানক এখন আলস্য হচ্ছে ইলার, ইচ্ছে হচ্ছে এই নরম বিছানাটা...