দিঘির জলে কার ছায়া গো

দিঘির জলে কার ছায়া গো

হুমায়ূন আহমেদ

দিঘির জলে কার ছায়া গো

Books Pointer Iconহুমায়ূন আহমেদ
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনশেষ পৃষ্ঠা২৩ মার্চ ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পরিচ্ছেদঃ ০১

আজ বুধবার।

বুধবার হলো মুহিবের মিথ্যাদিবস। মিথ্যাদিসে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সে মিথ্যা কথা বলে। তার এই ব্যাপারটা একজন শুধু জানে। সেই একজনের নাম লীলা। লীলার বয়স একুশ। সে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে অনার্স সেকেন্ড ইয়ার। বিষয় ইংরেজি সাহিত্য।

লীলার সবই সুন্দর। চেহারা সুন্দর, চোখ সুন্দর, মাথার কোঁকড়ানো চুল সুন্দর। ক্লাসে তার একটা নিক নেম আছে— সম...

Loading...