ঘুড়ি ও দৈববাণী

ঘুড়ি ও দৈববাণী

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

ঘুড়ি ও দৈববাণী

Books Pointer Iconশীর্ষেন্দু মুখোপাধ্যায়
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনদিশা বিশ্বাস০৫ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

অঘোরবাবু নিরীহ মানুষ। বড়ই রোগা—ভোগা। তাঁর হার্ট খারাপ, মাজায় সায়াটিকার ব্যথা, পেটে এগারো রকমের অসুখ। অফিসে তাঁর উন্নতি হয় না। কেউ পাত্তা দেয় না তাঁকে।

অঘোরবাবু ঘুড়ি ওড়াতে খুবই ভালোবাসেন। তাঁর শখ—শৌখিনতা বলতে ওই একটাই। ঘুড়ি তিনি নিজেই তৈরি করেন। মস্ত মস্ত ঘুড়ি। মোটা সুতো আর মস্ত লাটাই দিয়ে অনেক ওপরে ঘুড়ি ভাসিয়ে দেন তিনি। ঘণ্টার পর ঘণ্টা লাটাই ধরে ঊর্ধ্বমুখ হয়ে বসে থাকেন।

Loading...