
অলৌকিক জলযান

অতীন বন্দ্যোপাধ্যায়
| অতীন বন্দ্যোপাধ্যায় | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
।। এক।।
১৭ই মে—১৯৫৩।
এ-ভাবে সোনা ক্রমে হেঁটে যাচ্ছে। ক্রমে সেই দিনগুলো থেকে, জন্ম থেকে সে এভাবে ক্রমে হেঁটে যাচ্ছে যেন। বড় হতে হতে চার পাশের মুগ্ধতার ভিতর কখন যেন কঠিন কিছু আবিষ্কার করেও সে হেঁটে যাচ্ছে। নস্কর বাড়ির লাল পাঁচিলের পাশ দিয়ে সূর্যের আলো আসছে। সে তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছে। ক্রমে সূর্য ওপরে উঠছে, সে তখনও হেঁটে যাচ্ছে। ক্যাম্বেল হাসপাতাল পার হয়ে সে হেঁট...