কড়ি দিয়ে কিনলাম ১

কড়ি দিয়ে কিনলাম ১

বিমল মিত্র

কড়ি দিয়ে কিনলাম ১

Books Pointer Iconবিমল মিত্র
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনবেলা ২৮ এপ্রিল ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

পর্ব ১

–নাম?

নামটা দরখাস্তের ওপর লেখা রয়েছে, তবু ভদ্রলোক নাম জিজ্ঞেস করলে।

–দীপঙ্কর সেন।


–কী নাম বললেন?


কেরানীটি যেন একটু বিরক্ত হলো। একবার আপাদ-মস্তক দেখে নিলে।


মুখ ফিরিয়ে পাশের একজনকে বললে–শুনলে হে নামের বাহার, নাম নেই গোত্তর নেই, ট্যামগোপালের নাতি! বাপ-মা আর নাম পেলে না, খুঁজে খুঁজে এমন বিদঘুঁটে নাম রাখে এক-একটা–তা যাক...

Loading...