Books Pointer Logoবুকস পয়েন্টার
বই লিখুন
No results found
  • হোম
বিমল মিত্র

@লেখক

বিমল মিত্রের সংক্ষিপ্ত জীবনী

বিমল মিত্র (১৮ মার্চ ১৯১২ – ২ ডিসেম্বর ১৯৯১) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি লেখক যিনি বাংলা ও হিন্দি—উভয় ভাষায় সাহিত্য রচনা করেছেন। পেশাগত জীবনে তিনি ভারতীয় রেলওয়েতে চাকরি করতেন, কিন্তু পরবর্তীতে সাহিত্যকে পেশা হিসেবে গ্রহণ করেন। তার প্রথম উপন্যাস 'ছাই' হলেও তিনি সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন 'সাহেব বিবি গোলাম' উপন্যাসের মাধ্যমে।

তিনি প্রায় পাঁচশোটি গল্প ও শতাধিক উপন্যাস রচনা করেন, যার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল: 'কড়ি দিয়ে কিনলাম', 'একক দশক শতক', 'পতি পরম গুরু', 'এই নরদেহ', 'চলো কলকাতা', 'প্রিয় সাথী' প্রভৃতি। 'কড়ি দিয়ে কিনলাম' উপন্যাসের জন্য তিনি ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি ফিল্ম ফেয়ার পুরস্কারসহ বিভিন্ন সাহিত্যিক ও সাংস্কৃতিক পুরস্কারে সম্মানিত হন।

তার অনেক রচনার চলচ্চিত্র রূপ হয়েছে, যার মধ্যে 'সাহেব বিবি গোলাম', 'কড়ি দিয়ে কিনলাম', 'পতি পরম গুরু' উল্লেখযোগ্য। ১৯৯১ সালের ২ ডিসেম্বর দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন।

১১

বার পড়া হয়েছে

৬

বইসমগ্র

বইসমূহ
উপন্যাস
ঞ্ছোটগল্প