
আসমানীরা তিন বোন

হুমায়ূন আহমেদ
| হুমায়ূন আহমেদ | |
| উপন্যাস |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ২২ মার্চ ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পর্ব ০১
বড় বোনের নাম আসমানী। আসমানীর সঙ্গে মিল রেখে তার পরের জনের নাম। জামদানী। তৃতীয়জনের জন্যে মিলের নাম খুঁজে পাওয়া গেল না। তার নাম পয়সা।
এত নাম থাকতে পয়সা নাম কেন–তার ইতিহাস আছে। জমির আলী তার তৃতীয় কন্যার জন্মের সময় খুবই অর্থকষ্টে পড়েছিল। সে বসে ছিল নদীর ঘাটলায়। খেয়া পারানি দেখতে দেখতে তার মনে অতি উচ্চশ্রেণীর চিন্তা-ভাবনা হচ্ছিল। যেমন–এমন কোনো ব্যবস্থা যদি থাকত যে, সন্তান জন্ম...