আর কত দিন

আর কত দিন

জহির রায়হান

আর কত দিন

Books Pointer Iconজহির রায়হান
Books Pointer Iconউপন্যাস

পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০১ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১. তবু মানুষের এই দীনতার বুঝি শেষ নেই

তবু মানুষের এই দীনতার বুঝি শেষ নেই।

শেষ নেই মৃত্যুরও।

তবু মানুষ মানুষকে হত্যা করে।

ধর্মের নামে।

বর্ণের নামে।

জাতীয়তার নাম।

সংস্কৃতির নামে।


এই বর্বরতাই অনাদিকাল ধরে আমাদের এই পৃথিবীর শান্তিকে বিপন্ন করেছে।

হিংসার এই বিষ লক্ষ কোটি মানব সন্তানকে নির্মমভাবে হত্যা করেছে।


জীবনকে...

Loading...