
জীবনপুরের পথিক

অভীক চট্টোপাধ্যায়
| অভীক চট্টোপাধ্যায় | |
| অনুপ্রেরণা মূলক |
পোষ্ট করেছেনকমলা কান্ত০৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
অনেকের কাছেই শুনে এসেছি, ইনি যদি আর কয়েক ইঞ্চি লম্বা হতেন, অনেক প্রতিষ্ঠিত নায়কের বাজার টলোমলো করে দিতে পারতেন। এরকম ‘ভার্সেটাইল অ্যাক্টর’ বাংলা ছবির জগতে বেশি আসেননি। দেখতে-শুনতেও যৌবনকালে যথেষ্ট শোভন ছিলেন। নায়কের অভিনয় যে অল্প কয়েকটি ছবিতে তিনি করেছেন, তা যেমন পর্দায় উপস্থিতির ক্ষেত্রেও যথেষ্ট মানানসই হয়েছে, পাশাপাশি নায়কের অভি...