
হারিয়ে যাওয়া দিনগুলি মোর

অভীক চট্টোপাধ্যায়
| অভীক চট্টোপাধ্যায় | |
| অনুপ্রেরণা মূলক |
পোষ্ট করেছেনপ্রিয়া দেব০৪ জুলাই ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
প্রকাশকের তরফ থেকে
উত্তমকুমার অনুরাগীদের
ছোটোবেলায় যখন থেকে বড়োদের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ার সুযোগ ঘটল, তখন সেই বয়সেই মনের মধ্যে একটা ইচ্ছে খচখচ করত। অবশ্যই, কারোর কাছে তা প্রকাশ করা সম্ভব ছিল না। আসলে, চলচ্চিচত্রের পর্দায় দেখতে ইচ্ছে হত, উত্তমকুমারকে। যেসব ছবি আমাকে দেখতে নিয়ে যাওয়া হত, তার কোনোটাতেই উত্তমকুমার থাকতেন না। অথচ...