
সোনার কলম

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
আজ বিশ্বকর্মা পুজো বলে সমুদ্রের অফিস ছুটি৷ নিজের ঘরে বসে সমুদ্র তার বন্ধু প্রতাপের জন্য অপেক্ষা করতে করতে নিজের মোবাইল ফোনটার ভাঙা জায়গাটিতে লিউকোপ্লাস্ট লাগাচ্ছিল৷ দরজা খোলাই ছিল৷ প্রতাপ ঘরে ঢুকে সমুদ্রকে কাজটা করতে দেখে বলল, ‘এবার তোমার ভাঙা মোবাইল সেটটা পাল্টাও৷ বাজারে কত নতুন ধরনের সেট বেরিয়েছে৷ আর তুমি কিনা ঐ আদ্যিকালের মোবাইল সেটটাকে লিউকোপ্লাস্ট লাগিয়ে কাজ চালাচ্ছ!’
<...