সেই অদৃশ্য লোকটি

সেই অদৃশ্য লোকটি

বিমল কর

সেই অদৃশ্য লোকটি

Books Pointer Iconবিমল কর
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনকমলা কান্ত১৭ জুলাই ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

০১.

বর্ষার পালা শেষ হয়ে আশ্বিন পড়েছিল। বৃষ্টি তবু বিদায় নেয়নি। মাঝে-মাঝেই এক-আধ পশলা জোর বৃষ্টি হচ্ছিল।

তারাপদ পর-পর দু দিন আটকে পড়ল বৃষ্টিতে। একেবারে বিকেলের শেষে এমন ঝমাঝম বৃষ্টি নেমে গেল দু দিনই যে, সে আর কিকিরার কাছে আসতেই পারল না।

আজ কোথাও কোনো বিঘ্ন ঘটেনি। অফিস থেকে সোজা কিকিরার বাড়ি এসে হাজির তারাপদ।

এসে যা দেখল তাতে চমৎকৃত হল।


...

Loading...