
সাধের গাডোয়াল

বুদ্ধদেব গুহ
সাধের গাডোয়াল! তবে শুরু থেকেই বলি৷ আজ থেকে প্রায় পঁচিশ-তিরিশ বছর আগেকার কথা৷ কলকাতার আশেপাশে তখন অনেক জলাজমি, বাদা, আবাদ ও জঙ্গল ছিল৷ কলকাতা তখন এমন বহুধা-বিস্তৃত মানুষ কিলবিল করা হতকুৎসিত জায়গা মোটেই ছিল না৷
সাইকেলে চড়ে বেহালা, টালিগঞ্জ বা গ্যালিফ স্ট্রিট ট্রাম ডিপো থেকে একটু গেলেই বাঁশঝাড়, ডোবা, পুকুর, পাখি দেখতে পাওয়া যেত৷ অনেক সুন্দর ছিল তখন কলকাতা৷ এত মানুষও ছিল না, এমন...