শয়তানের চামড়া

শয়তানের চামড়া

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

শয়তানের চামড়া

Books Pointer Iconহিমাদ্রিকিশোর দাশগুপ্ত
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনবেলা ২৭ মে ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।


সোমনাথ বাড়িটার সামনে এসে দাঁড়াল৷ শীতের দুপুরের নরম রোদ মেখে দাঁড়িয়ে আছে জীর্ণ প্রাসাদোপম দোতলা বাড়িটা৷ তবে সম্প্রতি বাড়িটার একটা অংশ মেরামত করা হয়েছে বোঝা যাচ্ছে৷ সাদা রঙের পোঁচও পড়েছে সেখানে৷ তবে বাড়ির চারপাশের বাগানটা আগাছায় পরিপূর্ণ৷ কিছুটা তফাতে একটা ডানা ভাঙা পরি আনত মুখে দাঁড়িয়ে আছে বাড়িটার অতীত গৌরবের সাক্ষী হয়ে৷ আর কেউ কোথাও নেই৷ ঘড়ি দেখল সোমনাথ৷ বারোটা বাজে...

Loading...