
যাচ্ছেতাই ডাকাত

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
একটা কালো রঙের গাড়ি খুব জোরে এসে যেই বেঁকল বাঁ দিকে অমনি ধাক্কা লাগল একটা সাইকেল ভ্যানের সঙ্গে৷ ভ্যানটা তো উলটে গেল বটেই, গাড়িটাও ঘুরে গিয়ে উঠে গেল ফুটপাথে৷ একটা ল্যাম্পপোস্টের সঙ্গে লেগে গাড়িটার রেডিয়েটার ফেটে জল পড়তে লাগল ঝরঝর করে৷
এরকম দুর্ঘটনা হলেই রাস্তায় ভিড় জমে যায় কিন্তু তার আগেই ঝড়ের বেগে গাড়ি থেকে নেমে এল চারজন লোক৷ তারা চারজনেই পরে আছে খাকি প্যান্ট ও কু...