
তবুও টুনটুনি তবুও ছোটাচ্চু

মুহম্মদ জাফর ইকবাল
| মুহম্মদ জাফর ইকবাল | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনতন্নি সরকার২৮ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
উৎসর্গ
হাসি-খুশি রেবেকা–
যেখানে থাকে, সেখানেই আনন্দ!
ভূমিকা
আমি যখন টুনটুনি ও ছোটাচ্চু নিয়ে লিখতে শুরু করেছিলাম তখন একবারও ভাবিনি যে এদের নিয়ে দ্বিতীয় একটি বই লেখা হবে। এখন সবিস্ময়ে আবিষ্কার করছি, শুধু দ্বিতীয় কিংবা তৃতীয় নয়, চতুর্থবারও লেখা হয়ে গেছে।
বলা বাহুল্য, আমার এই লেখালেখি করার কারণ হচ্ছে ...