
কিডন্যাপ

মুহম্মদ জাফর ইকবাল
| মুহম্মদ জাফর ইকবাল | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশ্রেয়া বিশ্বাস০৩ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
নানি (কিংবা দাদি) টেলিভিশন দেখছেন, ঝুমু খালা দাদির চুলে কী। একটা জিনিস মাখিয়ে দিচ্ছে, তার গন্ধে ঘর ভরে গেছে। টেলিভিশনে একটা সিরিয়াল দেখাচ্ছে, যেখানে হঠাৎ করে আবিষ্কার হয়েছে নায়ক আসলে পলাতক খুনি। টেলিভিশনে প্রবল উত্তেজনা। ঝুমু খালা এবং দাদির মাঝেও সমান উত্তেজনা।
ঠিক এই সময় বাচ্চারা তাদের পড়াশোনা শেষ করে হুড়মুড় করে এসে ঢুকল। ঢুকেই একজন তার নাক চেপে ধরে বলল, ...