
মৃত্যুযোগ

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
| হিমাদ্রিকিশোর দাশগুপ্ত | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনঅসমাপ্ত ভালোবাসা০৭ জুন ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
বাইরে ঝমঝম বৃষ্টির শব্দ৷ নিজের চেম্বারে গদি আঁটা চেয়ারে একলা বসে ছিলেন কালীকিংকর৷ সামনের টেবিলের দু-পাশে স্তূপাকৃত পঞ্জিকা৷ ভূতডামর, বগলামুখীতন্ত্র, বশীকরণবিদ্যা-এ-জাতীয় কয়েকটা বই, সাদা কাগজে আঁকা জন্ম ছক ইত্যাদি৷ আজ অমাবস্যা, তায় শনিবার! এসব দিনে সাধারণত, বি.বি. গাঙ্গুলি স্ট্রিটের জ্যোতিষীদের চেম্বারে হাত দেখানোর জন্য লম্বা লাইন পড়ে যায়৷ আর কালীকিংকরের মতো যাঁদের বেশ নামডাক...