মিসমিদের কবচ

মিসমিদের কবচ

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়

মিসমিদের কবচ

Books Pointer Iconবিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
Books Pointer Iconকিশোর সাহিত্য

পোষ্ট করেছেনদিপা চৌধুরী২৮ জুন ২০২৫

কালার পরিবর্তন করে দেখুন।

প্রথম পরিচ্ছেদ

শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব।

শ্যামপুরের পাশের গ্রামে আমার মাতুলালয়। চৌধুরী-বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিলসুতরাং সেখানে গেলাম।

গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েচেন। আমার বড়ো মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেচেনসবাই মিলে তাঁকে অভ্যর্থনা করলে।

এই যে আশুবাবু, স...

Loading...