
মাঝরাতের অতিথি

সুনীল গঙ্গোপাধ্যায়
| সুনীল গঙ্গোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনশেষ নগরী২১ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
মাঝরাত্তিরে অনেকগুলো কুকুর একসঙ্গে ডাকছে৷ সেই ডাক শুনে সনাতন গোস্বামীর ঘুম ভেঙে গেল৷
গ্রামের একেবারে একপ্রান্তে সনাতনের বাড়ি৷ বাড়ি মানে দু-খানা খড়ের ছাউনির মাটির ঘর আর সামনে একচিলতে দাওয়া৷ বৃদ্ধ সনাতন আর তার বউ মানদা ছাড়া সে বাড়িতে আর কোনো তৃতীয় প্রাণী নেই৷
মানদা ঘুমিয়ে আছে, সনাতন উঠে বসল৷ এত কুকুর ডাকছে কেন? ডাক শুনে মনে হয় কুকুরগুলো কারুকে তাড়া করেছে৷ চোর এল নাকি? কিং...