
বড়ো চোর ছোটো চোর

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
| শীর্ষেন্দু মুখোপাধ্যায় | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনবেলা ০৬ মে ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
হরেকেষ্ট বোষ্টমের বাড়িতে চুরি করতে ঢুকতে যাবে এমন সময় শীতল সাধুখাঁর সঙ্গে একেবারে মুখোমুখি। নবু দাস কাঁচুমাচু হয়ে বলল, ‘শীতলদাদা যে!’
শীতল একটু উচ্চাঙ্গের হাসি হেসে বলল, ‘দিনকাল কী পড়ল রে নবু, মগজ পাকল না, হাত মকশো হল না, গুরুবরণ হয়নি, দুধের ছোকরারা সব লাইনে নেমে পড়ল! ছি ছি! বিদ্যেটার উপর ঘেন্না ধরে গেল রে!’
শীতল দাস মান্যগণ্য লোক। লাইনে তার খুব নামডাক। বয়সেও বড়ো। তবু কথা...