
ডিমেংকারি

বুদ্ধদেব গুহ
আজ থেকে প্রায় তিরিশ বছর আগের কথা বলতে বসেছি৷ হাজারিবাগে গোপালদের ছবির মতো বাড়িতে উঠেছি গিয়ে গোপালের সঙ্গে৷ গোপালের ভালো নাম মিহির সেন৷ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এবং শিকারি৷ পনেরো দিন থাকব৷ একশো টাকা ক্যাপিটাল৷ এ-বেলা এবং ও-বেলা চমনলাল খিচুড়ি রাঁধে৷ মুরগি, তিতির, খরগোশ শিকার হলে আমিষ৷ নইলে নিরামিষ৷ এখন শীত৷ শীত মানে, হাজারিবাগি শীত৷ সন্ধে হতে-না-হতেই দু’কান পাকড়ে থাপ্পড় মারে৷