
ফুলে বিষের গন্ধ

সমরেশ মজুমদার
| সমরেশ মজুমদার | |
| কিশোর সাহিত্য |
পোষ্ট করেছেনব্রেনস্টর্ম গুচ্ছ১১ এপ্রিল ২০২৫
কালার পরিবর্তন করে দেখুন।
পর্বঃ ০১
সাতসকালে হাবু এল।
অর্জুন তখন সবে চায়ের কাপে চুমুক দিয়েছে, দরজায় দাঁড়িয়ে একগাল হাসল হাবু। কোনও কোনও মানুষ, দেখতে যত খারাপই হোক, হাসলে এক ধরনের সুন্দর হয়ে ওঠে, হাবুও সেইরকম। পাজামার ওপর হাওয়াই শার্ট সোয়েটারে ঢেকে এই সময় ওর এখানে আসাটা অনর্থক হতে পারে না। নিতান্ত প্রয়োজন না হলে হাবু অমল সোমের বাড়ির চৌহদ্দির বাইরে পা বাড়ায় না। অমলদা যে দীর্ঘকাল জলপাইগুড়ির বা...