
পুপলু

সুনীল গঙ্গোপাধ্যায়
সমুদ্র থেকে কী একটা জন্তু উঠেছে, সবাই ভিড় করে সেটা দেখতে যাচ্ছে৷ সারাদিন ধরে দিঘায় কিছুই তো আর করার নেই—শুধু সমুদ্রে চান করা আর সমুদ্র দেখা৷ দেখতে দেখতে একঘেয়ে লাগে৷ এখন নতুন একটা কিছু দেখা যাবে, তাই সকলের এত উৎসাহ৷
হোটেলের বেয়ারার কাছ থেকে খবর শুনেই পুপলু ছুটতে ছুটতে এল নিজেদের ঘরে৷ বাবা বারান্দায় বসে বই পড়ছেন৷ পুপলু এসে বলল, ‘বাবা, শিগগির চলো৷’
বাবা বই থেকে মুখ...