
নিয়তি পুরুষ

সুনীল গঙ্গোপাধ্যায়
রাত প্রায় পৌনে বারোটা৷ ঝিরঝির করে বৃষ্টি পড়ছে! সেইজন্যেই রাস্তাঘাট এর মধ্যে ফাঁকা হয়ে গেছে৷ লাস্ট বাস থেকে নামবার সময়ই আমার পা-টা মচকে গেল৷
বেশি রাত্রির বাস এমনিতেই ঝড়ের বেগে ছোটে৷ কোথাও বেশিক্ষণ থামতেই চায় না৷ যাত্রী খুব কম৷ টালিগঞ্জ ট্রামডিপোর কাছে একমাত্র আমিই নামব৷ দরজার কাছে হাতল ধরে দাঁড়ানো মাত্র কন্ডাক্টর গাড়ি ছাড়ার ঘণ্টা দিয়ে দিল৷ চলন্ত গাড়ি থেকে আমাকে লাফিয়ে নেমে প...